মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম নাগেশ্বরীর কালীগঞ্জে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং
প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় কালীগঞ্জ বাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ ইউনিয়নের উপসহকারী মেডিকেল অফিসার উজ্জ্বল চন্দ্র কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা রোজিয়া সুলতানা, পোদ্দারের ভিটা জামে মসজিদের ইমাম আতাউর রহমান, কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আজগার সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, কমিউনিটি ফ্যাসিলিটেটর হান্নান আলী, আফসানা আফরোজ ও মায়া মনি মিষ্টি।
বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।