দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) রাতে চক্রতলা বাজার থেকে সাব ইন্সপেক্টর মোঃ আহসান হাবিব ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতোলা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতার কৃত জুয়েল রানা চিনামূড়া গ্রামের মৃত আবুল খায়ের পাটোয়ারীর ছেলে।
এবিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শহীদনগর এলাকায় ইসরাফিল গুলিবিদ্ধ হওয়ায় তার মায়ের দায়েরকৃত হত্যা চেস্টা মামলায় জুয়েল রানা পাটোয়ারীকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।