মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি।
দেওয়ানগঞ্জ উপজেলা অপসারিত মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার তার নিজ স্বার্থ অনুযায়ী হিজরা মানব কল্যাণ সংস্থান ক্রাণ বিতরণ করেন.
তিনি বলেন তার এলাকা গরীব দুখি মা বোনরা তাকে ভালোবেশে ভোট দিয়েছিলো.তাদের আশা আশঙ্কা নিয়ে যেন তাদের পাশে থাকতে পারি. তাদের মৌল্লিক অধিকার আদায়ের লক্ষে কাজ করতে পারি .তিনি বলেন সরকার পতন হওয়ার পর থেকে আমাদের ভাইস চেয়ারম্যান পদ থেকে স্থগিত করা হয়েছে. যার জন্য আমি আমার এলাকায় কাজ করতে পাচ্ছিনা .মুন্নি আক্তার বলেন আমি আমার নিজের স্বার্থ অনুযায়ী যা পেরেছি তায় আমি আমার এলাকায় গরিব দুঃখী মানুষের পাশে থেকেছি আমি মানুষের পাশে থাকতে চাই. সরকার যুদি আমার যোনো প্রতিনিধি পদ ফিরিয়ে দেয় তাহলে সকলের পাশে থাকতে পারবো. হিজরা দের কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারব. সমাজের অবহেলিত মানুষের সেবা করতে পারবো।