ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১০ দিন বন্ধ, ৫ এপ্রিল থেকে পুনরায় চালু  

ডিএসবি নিউজ
মার্চ ২৮, ২০২৫ ৫:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মনিরুল ইসলাম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থিত ‘সোনাহাট স্থলবন্দরের’ আমদানি রপ্তানি কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ)-এর আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম আকমল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সবুজ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উল্লেখ করা হয়, সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি। অপরদিকে ৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। সরকারি ছুটি, ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে এবং আগামী ৫ এপ্রিল থেকে যথারীতি অফিস খোলা থাকবে।

জানা যায়, স্থলবন্ধরের কার্যক্রম বন্ধ থাকায় ভারত থেকে আমদানিকৃত পণ্যের মধ্যে ১২টি পাথরবাহী গাড়ি এবং ৩টি  কয়লাবাহী গাড়ি ভ্যাট ট্যাক্স পরিশোধ করতে না পারায় খালাস হয়নি। যা এই ১০দিন স্থল বন্ধরের ইয়ার্ডে থাকবে। অফিস খোলার পর ভ্যাট ট্যাক্স পরিশোধ সাপেক্ষে খালাস হবে।

বন্ধের বিষয়টি নিশ্চিত করে সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, মহান স্বাধীনতা দিবস, পবিত্র ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটির কারণে বুধবার (২৬ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে সিএন্ডএফ এজেন্ট একটি পত্র জারি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।