ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

“এই দেশে একদিন”

ডিএসবি নিউজ
মার্চ ২৫, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

“এই দেশে একদিন”

এই দেশে একদিন ধানের গন্ধে ভরে উঠেছিল বাতাস,
নদীর জলে লেগেছিল রোদের মায়া—
আলো-ছায়ার খেলায় দুলেছিল শালিক,
বাতাসে ঘুরেছে শিউলির সুগন্ধ।

গভীর সবুজের ছায়ায় শুয়ে ছিলো নিস্তব্ধ দুপুর,
শিমুলের ডালে ডেকেছিল কোকিল,
মাঠের ফাঁকে ফাঁকে রোদের রেখায়
স্বপ্ন জেগেছিল অলস মাটির কোলে।

সেই চৈত্রে জন্ম আমার—
পথের ধুলায় লেগেছিল মায়ের চরণ,
পাখিদের গানে ভরে উঠেছিল আকাশ,
আর কাঁঠাল পাতার ছায়ায় শুয়ে
আমি প্রথম দেখেছিলাম পৃথিবীর আলো।

এখন—
এই মাঠ, এই পথ, এই নদী
সব ভুলে গেছে তার পুরোনো ভাষা,
সোনালি ধানের ওপর নেমেছে কালো রাত।

একটা ম্লান বাতাস বইয়ে যায় বুকের ভেতর,
জলছাপ স্মৃতিরা ভেসে ওঠে ঢেউয়ের মতো,
ফসলের গন্ধে মিশে থাকে পুরনো দিনের সুর,
যে সুরে ছিল সুখ, ছিল দিগন্তবিস্তৃত আশা।

তবু আমি এখনো দেখি-
ঐ দূরের পাখিরা ডানা মেলে উড়ে যায়,
নদীর জলে একচিলতে ঢেউয়ের আলোয়-
আমার ভেতরে জন্ম নেয় নতুন সকাল।

তাই প্রত্যুষে রোজ প্রজাপতির সাথে খেলা করি.
আর ভাবি-
এই মাটি আমার, এই বাতাস আমার!
এখানে বুক ভরে নেই নিঃশ্বাস!

____ মোহাম্মদ  জসীম উদ্দীন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।