এই গুণীকে সবাই চিনে
——- মামুন সরকার
পাড়াগাঁয়ের রত্ম তিনি
সকল কাজে থাকেন
সুস্থ সমাজ বিনির্মাণে
দেশের ছবি আঁকেন।
পুষ্প যেমন ছড়ায় সুবাস
তিনি ছড়ান আলো
তাঁর সংস্পর্শ পেলে সবার
মন হয়ে যায় ভালো।
একটু সময় পেলে তিনি
ঘুরে বেড়ান বনে
সখ্য গড়েন নাম না জানা
ফুল পাখিদের সনে।
বন্যপ্রাণী যদি দেখেন
ফাঁদে আটকা পড়ে
শিশুকিশোর সহযোগে
দেন তা মুক্ত করে।
অধ্যাপনার পাশাপাশি
পরিবেশের কাজে
সচেতনতা গড়ে তুলেন
সকাল দুপুর সাঁঝে।
নদীনালা সংরক্ষণে
আছে তাঁর অবদান
পরিবেশবিদ স্বীকৃতিতে
জাতীয় পদক পান।
লেখালেখির হাতও ভালো
কেউবা ডাকে কবি
তাঁর লেখাতে ফুটে ওঠে
স্বদেশ গড়ার ছবি।
এই গুণীকে সবাই চিনে
মতিন সৈকত নামে
জন্ম তাহার কুমিল্লাতে
আদমপুর গেরামে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।