ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দির আলোচিত মামলার রায় ঘোষণা একজনকে দুই বছরের সাজা ও দশ হাজার টাকা জরিমানা।

ডিএসবি নিউজ
এপ্রিল ২২, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের বীরবাগগোয়ালী গ্রামের মোঃ মনির হোসেন মিজী ও তার স্ত্রী মোর্শেদা বেগমের দায়ের করা এই

মামলার আজ রায় ঘোষণা করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছির আরাফাত।

মামলা নং সিজেএম-৭৭০/১৪ কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত এই মামলার রায়ে আসামি রাসেলকে দুই বছরের সাজা ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায় বাদী মনির হোসেন ২০১৪ সালের ৩০ এপ্রিল বসত বাড়িতে বেড়া দিতে গেলে আসামি শামসুল হক, আরমান তালুকদার তুহিন তালুকদার তাকে মারধর করলে মনির হোসেন দৌড়ে তার বসত ঘরে চলে যায় পরে আসামি রাসেল ও কামাল ছুরি ও লোহার রড নিয়ে বসত বাড়িতে গিয়ে ঘরে ঢুকে মোর্শেদা বেগমকে টেনে হেঁচড়ে বের করে এনে লোহার রড দিয়ে পিটিয়ে সারা শরীর লীলা ফোলা জখম করে এবং হাত ভেঙে ফেলে।

মনির হোসেন তার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করা হয় এবং তার পায়ের আঙুল ভেঙে ফেলে পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা (গৌরীপুর) স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসা শেষে দাউদকান্দি মডেল থানার হাজির হয়ে এই মামলাটি দায়ের করেন। ওই বছরই তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে এবং বিচার কাজ শুরু হয়।

দীর্ঘ এগারো বছর পর আজ এ রায় হয়। রায়ে বাদীপক্ষ অসন্তোষ প্রকাশ করে বলেন যারা রড দিয়ে পিটিয়ে সারা শরীর লীলা ফোলা জখম করলো এবং হাত পা ভেঙে দিলো তিনি কি করে খালাস পান। যিনি হত্যার উদ্দেশ্য ছুরি দিয়ে কুপি

মারে তাকে দুই বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকী পাঁচ জনকে খালাস দেয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।