ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ৪৮০০ পিস ইয়াবা সহ এক নারী গ্রেপ্তার

ডিএসবি নিউজ
এপ্রিল ১৪, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার চর নিলক্ষিয়া দিঘলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত নারীর নাম সুরাইয়া আক্তার (৩০)। ১৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ, বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ “ক” সার্কেলের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি রেইডিং দল গঠন করা হয়। এতে এএসআই আমেনা বেগম, জহিরুল ইসলাম ভূঁইয়া, কনস্টেবল রাজু মিয়া, সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, সালমান ফারসী, সারোয়ার হোসাইন নোমান, শফিকুল ইসলাম নাঈম এবং গাড়িচালক শরিফুল আলম অংশ নেন।
রেইডিং দল ঘটনাস্থলে পৌঁছে সুরাইয়া আক্তারকে তার বাড়ির আঙ্গিনায় একটি লাল ব্যাগ ও মোবাইলসহ পালানোর চেষ্টাকালে ঘেরাও করে আটক করে। উপস্থিত দুই স্থানীয় সাক্ষীর সামনে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৪৮০০ পিস কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট। উদ্ধার করা ইয়াবা গুলোর মধ্যে ১০টি নীল রঙের পলিথিন প্যাকেটে ২০০ পিস করে মোট ২০০০ পিস এবং ৫৬টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে ৫০ পিস করে মোট ২৮০০ পিস ছিল। এছাড়াও তার কাছ থেকে একটি হলুদ রঙের MARCEL ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন (সিম নং ০১৮৩১৯২৫৩৩১) উদ্ধার করা হয়। জব্দ কৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা। রেইড শেষে ঘটনা স্থলে জব্দ তালিকা তৈরি করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। জব্দ আলামতের মধ্য থেকে দুটি ইয়াবা নমুনা হিসেবে পৃথক ভাবে সংরক্ষণ করা হয়েছে রাসায়নিক পরীক্ষার জন্য। গ্রেপ্তারকৃত আসামী ও আলামত সহ রেইডিং দল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় সুরাইয়া আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(খ) ও ৩৬(১) সারণীর ১০(গ)  ধারায়, পরিদর্শক আমিনুল কবির বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরেই মাদক সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।