মোঃ শরিফুল ইসলাম,
মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে এবং ঈদ পুনর্মিলনীর অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলার আয়োজক ছিলেন মতলব উত্তর ও দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি)। এতে অংশগ্রহণ করে দাউদকান্দির গৌরীপুর ভোরের সাথী ক্লাব এবং মতলব উত্তরের সোনালী অতীত ক্লাব।
উক্ত খেলায় দুই থানার ওসিরা নিজ নিজ দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন-দক্ষিণের ওসি সালেহ আহম্মেদ ও উত্তরের ওসি রবিউল হক। জমজমাট খেলাটি ৩-৩ গোলে ড্র হলে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
খেলায় উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার ও দাউদকান্দি সোনালী অতীত ক্লাবের সভাপতি কামরুল হাসান গরীব, মতলব উত্তর উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক মফিজুল কবির, দাউদকান্দি উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক কৃতি খেলোয়াড় খোরশেদ আলম (টাইগার) এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মানবাধিকারকর্মী এডভোকেট রাসেল রাফিসহ দুই উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা ছড়িয়ে দেওয়ার এ উদ্যোগ আগামীদিনে আরও সম্প্রসারিত হবে।