ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে পারেনি ১০৫ জন পরীক্ষার্থী

ডিএসবি নিউজ
এপ্রিল ১০, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম,

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লার দাউদকান্দিতে মোট ৫৩১৮ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ৫২১৩ জন প্রথম দিনে ১০৫ জন পরীক্ষায় অংশ দেয়নি। এরমধ্যে এসএসসিতে ৪৪০৪ জন, ভোকেশনাল ২৫১ জন ও দাখিল ৬৬৩ জন পরীক্ষায় পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এবার এসএসসিতে অংশ নেয়নি ৬৯ জন, ভোকেশনাল ৪ জন ও দাখিলে ৩২ জন।

উপজেলার ৪ টি কেন্দ্রে এসএসসি ও ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। (১৫৪)বেগম আমেনা সুলতানা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৩৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৯২৩ জন অনুপস্থিত ছিলেন ১৫ জন। (১৫৫)গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে ৬৫৯ জনের মধ্যে ৬৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন ১৩ শিক্ষার্থী অংশ নেয়নি।

(১৫৬) জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ৭৭৬ জনের মধ্যে ৭৭০ জন পরীক্ষায় অংশ নিলেও ৬ ঁজন অংশ নেয়নি। (১৫৭) ইলিয়টগঞ্জ রা,বি উচ্চ বিদ্যালয়ের ১১৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৬৬ জন অংশ নিয়েছেেন। ২২ জন পরীক্ষায় অংশ নেয়নি।

(১৫৮) বরকোটা স্কুল এন্ড কলেজে ৯৪৩ জনের মধ্যে অংশ নিয়েছেন ৯৩০ জন। এখানেও অংশ নেয়নি ১৩ জন।

ভোকেশনাল (৬৫০২৭) দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৭ জন পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ জন পরীক্ষায় অংশ নেয়নি। জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৬১ জনের মধ্যে ৬০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এখানে ১ জন পরীক্ষায় অংশ নেয়নি।

দাখিল (৬৬৫) দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসায় ১৮৭ জনের মধ্যে ১৭৮ জন পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ জন পরীক্ষায় অংশ নেয়নি।

(৬৬৬) সিঙ্গুলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ২৮৬ জনের মধ্যে ২৭৬ জন পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষায় অংশ নেয়নি ১০ জন।
(৮৫৯) জুরানপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় ১৯০ জনের মধ্যে ১৭৭ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এখানে ১৩ জন পরীক্ষায় অংশ নেয়নি।

কি কারণে ১০৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি তা জানা সম্ভব হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কয়েকজন পরীক্ষার্থীর সালে কথা বলে জানা যায় এবারের পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রশ্ন পত্র নিয়ে
কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি। দাউদকান্দি উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট নাঈমা ইসলাম দাউদকান্দি উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদোয়ান ইসলামকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।