ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ও ব্যক্তিগত রাস্তা দখলের প্রতিবাদ করায় মিথ্যা মামলা, শিক্ষকের সংবাদ সম্মেলন

ডিএসবি নিউজ
এপ্রিল ৯, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে সরকারি ও ব্যক্তিগত রাস্তা দখলের প্রতিবাদ করায় মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার সকালে নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজন করেন কান্দিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইসরাইল মিয়া।
ভুক্তভোগি ওই শিক্ষক বলেন,গ্রামের খোরশেদ মিয়া ও তার আত্মীয় আনোয়ার হোসেন সরকারিভাবে রেকর্ডভুক্ত একটি রাস্তার আইল কেটে নিজেদের জমির সঙ্গে সংযুক্ত করে দখলে নেন । এ ঘটনায় গ্রামবাসির মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে আমি তাকে গ্রামবাসির পক্ষে নিষেধ করি, এটা সরকারি রাস্তা তুমি এভাবে কাইটোনা।এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে কোদাল দিয়ে কোপ দিতে আসে।পরে সে তার ভাবী মাহমুদা বেগমকে দিয়ে আমার নামে তিনটি হয়রানি মূলক মিথ্যা অভিযোগ দায়ের করেছে।কোন অভিযোগের শুনানিতে সে আসেনা। পরবর্তীতে সে আমার নামে আরো একটি মামলা দিয়েছে। এলাকাবাসির স্বার্থে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। কিন্তু এখন উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি ন্যায়বিচার চাই।
এ বিষয়ে ভলাকুট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, “সরকারি ও ব্যক্তিগত রাস্তা দখল করার প্রতিবাদ জানানোর কারনে মিথ্যা মামলা দিয়ে সম্মানী ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে। অভিযুক্তরা ঈদ গাহ সংলগ্ন সরকারি জায়গা দখল করে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।এমনকি কেউ মারা গেলে গ্রামবাসি মরদেহের লাশ পর্যন্ত নিয়ে যেতে পারেনা। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হতে পারে।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।