ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে সীমান্তে ইয়াবা ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

ডিএসবি নিউজ
এপ্রিল ৮, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীর শৌলমারী ইউনিয়নের বেহুলারচর নামক সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিলডেনাফিল সাইট্রেট (যৌন উত্তেজক ট্যাবলেট)-১০০৮ পিস ও উত্তর রতনপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইয়াবা-৬০০ পিস জব্দ করতে সক্ষম হয় জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবি‘র মোল্লারচর বিওপি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে গত রবিবার বিকালের দিকে “চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় আনুমানিক রাত ১১ টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে রৌমারীর মোল্লারচর সীমান্ত পিলার ১০৬২/এমপি হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেহুলারচর নামক স্থান হতে ভারতীয় সিলডেনাফিল সাইট্রেট (যৌন উত্তেজক ট্যাবলেট)-১০০৮ পিস এবং সীমান্ত পিলার ১০৬৩/৩-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর রতনপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইয়াবা-৬০০ পিস আটক করতে সক্ষম হয়। সামগ্রী সোমবার জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নে জমা দেওয়া হয়। এব্যাপারে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রৌমারীর মোল্লারচর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার টিপু সুলতান ভিপি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্যের এসব ভারতীয় যৌন উক্তেজক ট্যাবলেট ও ইয়াবা জব্দ করা হয়।

মাসুদ পারভেজ
মোবা-০১৯১৬-৯৫৪৫৭৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।