মোঃ শরিফুল ইসলাম,
মজিদপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
এতে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব ও মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গণি ভূঁইয়া, তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা, তিতাস উপজেলা বিএনপি মাহবুব আলম সরকার, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ হালিম সরকার, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ছাবিকুন্নাহার।
সঞ্চালনায় ছিলেন মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইউনূস মিয়া
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর।