এড. রাসেল আহমেদ রাফি,
ইসরায়েলি পণ্যের বিরোধিতা একটি নৈতিক অবস্থান হতে পারে, তবে এ কারণে গরিব দোকানদারদের ক্ষতিগ্রস্ত করা অনুচিত। অনেকে না জেনে এসব পণ্য বিক্রি করেন। ভাঙচুরের মাধ্যমে নয়, বরং সচেতনতা ও বিকল্প পণ্যের প্রচারের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলুন।
• দোকান ভাঙচুর বা সহিংসতায় নয়, গণসচেতনতায় অংশ নিন
• শান্তিপূর্ণভাবে ইসরায়েলবিরোধী অবস্থান জারি রাখুন
• গরিব কর্মজীবীদের পেটে লাথি মেরে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়
সংঘাত নয়, সংহতিই হোক প্রতিবাদের ভাষা।