ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

ডিএসবি নিউজ
এপ্রিল ৬, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকালে নাসিরনগর আশুতোষ হাই স্কুলের খেলার মাঠ সংলগ্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অভ্যুত্থানের নাগরিক, আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী রিজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে।
আগে আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে।
তারা বলেন, আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য।
আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সারোয়ার আহমেদ শুভ। এনসিপি নাসিরনগর শাখার সংগঠক কাজি মমিনুল হাসানের সভাপতিত্বে ও জুবায়ের আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. আজিজুল হক, ইকতার হোসাইন,সাইফুজ্জামান জনি, সাদ্দাম হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, মো. হুমায়ূন মিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।