মোঃ মনিরুল ইসলাম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিদি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় না করার জন্য বাস কর্তৃপক্ষ তথা কাউন্টার কর্তৃপক্ষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে।
৪ এপ্রিল (শুক্রবার) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে রোভার স্কাউট এর স্বেচ্ছাসেবক আশরাফুল আলম মিঠুর সহায়তায় রোভার স্কাউট মোঃ বেলাল হোসেন এ প্রচারণা চালান।
কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ খোকন কর্তৃক ১ এপ্রিল তারিখে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের ভাড়ার তালিকায় কিলোমিটার হিসেবে যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে।
নাড়ির টানে বাড়ি ফেরা এবং ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা ঈদ যাত্রায় যাত্রীদের মুখে প্রায়শই শোনা যেত, তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। ঈদ পরবর্তী ঢাকা ফেরত যাত্রীদের কাছ থেকে যেন তেমন করে নির্ধারিত ভাড়ার বেশি টাকা আদায় করা না হয় সেজন্য ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা সহ ঢাকা গামী বিভিন্ন বাস কাউন্টার এলাকায় হ্যান্ড মাইক এর মাধ্যমে এই সচেতনতা মূলক বক্তব্য প্রচার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কিছু যাত্রীর কাছে জানা যায়, টিকিট নেই বলে অনেক সময় ভাড়া বেশি নেয়া হয় আমরাই বা কি করব, আমাদের তো যেতে হয়।
যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছেন কিনা এমন প্রশ্ন করলে কুড়িগ্রাম থেকে ঢাকা গামী আর.ভি.এস ট্রাভেলস এর কাউন্টার মাষ্টার মোঃ সোলায়মান আলী বলেন, “জনগণের স্বার্থে সরকার নির্ধারিত ভাড়াকে আমরা সাধুবাদ জানাই। এই সরকারি রুলসটা যেন বহাল থাকে। জনগণও যেন এই শান্তি ভোগ করতে পারে এটাই আমাদের কামনা।”
হানিফ এন্টারপ্রাইজ এর কাউন্টার মাষ্টার মোঃ রাফিউল ইসলাম রুহুল বলেন, আমরা যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়াই নিচ্ছি।
শ্যামলী পরিবহনের কাউন্টার মাষ্টার মোঃ মোস্তাক আহমেদ বলেন, আমরা নিজেরা কখনো অতিরিক্ত ভাড়া নিচ্ছি না তবে কেউ খুশি হয়ে বকশিশ দিলে তা নেই।
কুড়িগ্রাম থেকে আর ভি এস ট্রাভেলে ঢাকা গামী যাত্রী মোঃ রফিকুল ইসলামকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার কাছে নির্ধারিত ভাড়াই নিয়েছে, অতিরিক্ত ভাড়া দেইনি। তবে অন্য দু একটি কাউন্টার থেকে টিকিট নেয়া যাত্রীকে ভাড়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তারা বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন যে, টিকিট পেয়েছি ভাই এটাতেই খুশি, নির্ধারিত সময়ে ঢাকা গিয়ে আমাকে অফিস ধরতে হবে।