নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের হরিপুর ইউনিয়নের “হরিণবেড় শাহাজাহান উচ্চ বিদ্যালয়” এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠণ প্রাছাস এর উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ)হরিণবেড় শাহাজাহান উচ্চ বিদ্যালয় চত্বরে প্রাক্তণ ছাত্র ছাত্রী ও আমন্ত্রিত অতিথিদের আগমনে ইফতার মাহফিল এক মহা মিলনমেলায় পরিণত হয়।
আলোচনা সভায় প্রাছাস এর সভাপতি স্বপন কুমার দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক ছাত্র নাজির আহমেদ,খাদিমুল ইসলাম, প্রভাষক আব্দুর রউফ, মীর রাসেল,শরীফ হাসান নয়ন,জুনায়েদ চৌধুরী,প্রভাষক নাজমুল হাসান সালেহ,এডভোকেট অনুতোষ চন্দ্র দাস,ব্যাংকার ফয়েজ উদ্দিন সহ সংগঠণের সকল নেতৃবৃন্দ।
এরপর দোয়া ও মুনাজাত শেষে আমন্ত্রিত উপস্থিত রোজাদারগণের মাঝে ইফতার পরিবেশন করা হয়।