মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার অন্তর্গত বলদিয়া ইউনিয়নে অবস্থিত বলদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের এসএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের এক ঐতিহাসিক মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উক্ত বিদ্যালয় থেকে পাশ করে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে থাকা শিক্ষার্থীরা একত্রিত হয় যাদের সংখ্যা প্রায় সাড়ে ৬ শতাধিক। এতে বিদ্যালয় চলমান শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
রবিবার (৩০ মার্চ) রমজানের শেষ দিনে উক্ত বিদ্যালয় থেকে অধ্যায়ন শেষ করা ২৭ বছরের শিক্ষার্থীরা একত্রিত হওয়ার লক্ষ্যে সকলের আলোচনার মাধ্যমে ইফতার মাহফিলের আয়োজন করে।
ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন পেশায় নিয়োজিত উক্ত বিদ্যালয়ের এই ২৭ টি ব্যাচের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক তাদের কর্ম ও জীবন নিয়ে এবং একত্রিত হবার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অংশীদার হতে বিভিন্ন পরামর্শমূলক ও গঠনমূলক বিভিন্ন বক্তব্য প্রদান করেন।
রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী কিংবা কর্মক্ষেত্রে এই উত্তরাঞ্চলের লোকজন তাদের নিজেদের এলাকার লোকজনের জন্য ন্যূনতম একটা ফোন কল বা মতামত বা পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চায় না এ বিষয়গুলিও উঠে আসে আলোচনায়। অন্যদিকে দক্ষিণাঞ্চলের লোকজন কিংবা দেশের অন্যান্য জেলার লোকজন তাদের নিজেদের এলাকার উন্নয়নে একটা কথা বলতে বা একটা সুপারিশ করতে লজ্জা পান না, অথচ উত্তরাঞ্চলের লোকজন এই লজ্জা পাওয়ার কারণেই তাদের নিজেদের ভাগ্যের উন্নয়ন, পরিবর্তন ঘটে না এর থেকে উত্তরনের জন্য সবাইকে নিজের এলাকার লোকজনের উন্নয়নের চিন্তা মাথায় রাখতে হবে।
স্কুলের ডোনার ও প্রতিষ্ঠাতা শ্রী স্বপন কুমার তার বক্তব্যে বলেন, একটা গান আছে যে, "বিদ্যালয় মোদের বিদ্যালয়, যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। এখানেও ফুল ফুটেছে, এখান থেকে বিভিন্ন কর্ম ক্ষেত্রে যাওয়ার পাশাপাশি আমরা পেয়েছি শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট অর্থাৎ সব ধরনের ফুলই আমরা ফোটাতে পেরেছি। এভাবে শিক্ষার উত্তরণের মাধ্যমে এই এলাকার উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে সকলকে নিজেদের অন্তর্ভুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষেত্রেও ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে ইফতার মাহফিলে ইফতার সামগ্রী বিতরণ করে ইফতারির মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়। পরবর্তীতে রেফেল ড্র এর মাধ্যমে বিভিন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য সবাই অবস্থান করেন।