মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।
জুলাই আগস্ট আন্দোলনে নিহত শ্রমিকদলের সভাপতি মোখলেসুর রহমানের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন ঈদ শুভেচ্ছা ও ঈদ উপহার পৌঁছে দেন।
রবিবার (৩০ মার্চ) সকাল এগারোটায় দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের নিহত শ্রমিকদলের সভাপতি মোখলেসুর রহমানের বাড়িতে গিয়ে তার পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেন।
এ সময়স উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়া, দাউদকান্দি উপজেলা কৃষকদলের আহবায়ক আহাম্মাদ হোসেন তালুকদার, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব মো: আওলাদ প্রমুখ।