ঈদের খুশি
চাঁদ উঠেছে আকাশ জুড়ে, এলো খুশির ঈদ,
আনন্দে আজ নাচছে ধরা, রঙিন চারিদিক।
নতুন পোশাক, নতুন আশায় পরান ভরে ওঠে,
হাসির ঝিলিক, আবাল বৃদ্ধের চোখে-মুখে ফুটে।
সেমাই-ফিন্নির মিষ্টি গন্ধ ঘরে ঘরে পাই,
দরজা খুলে একটু ডাকুক, “এসো, এসো ভাই”
গরিব-দুঃখী, শিশু-বৃদ্ধ একই সাথে আজ,
সুখ মোহনায় আঁকবো সবাই ভালোবাসার সাজ।
সম্প্রীতি আর মায়ার মশাল,এমন দিনে জ্বালো,
কোলাকুলির উষ্ণ ছোঁয়ায়, হৃদয় করো আলো।
ঈদের খুশি ছড়িয়ে পরুক, সবার মনে আজ,
স্নেহ-মায়া ভালোবাসা, জগৎ করুক রাজ!
#মোহাম্মদ জসীম উদ্দীন
ঈদ-২০২৫