ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় তালপত্র ফাউন্ডেশনে’র উদ্যোগে ব্যতিক্রর্মী মেহেদী উৎসব অনুষ্ঠিত

ডিএসবি নিউজ
মার্চ ২৯, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আলমগীর হোসেন,বাগমারা প্রতিনিধি:

সামাজিক সংগঠন তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে বাগমারার গোবিন্দপাড়া দাখিল মাদ্রাসা মাঠে
নিভৃত পল্লীর শিশুদের নিয়ে মেহেদী উৎসব ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইদের আনন্দ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে এবং আগামীর সহমর্মিতা-সহযোগিতাপূর্ন প্রজন্ম গড়ে তুলতেই এমন আয়োজন বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। ২৯ মার্চ শনিবার বিকেলে শুরু হয়ে উৎসব চলে ইফতারের পূর্ব পর্যন্ত।

মাস্টার মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,

বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
,উক্ত অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার লালচান প্রামানিক, উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন করখন্ড দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাও মোঃ তাজ উদ্দীন খান।

তালপত্র ফাউন্ডেশনের সভাপতি শরিফ উদ্দিন বলেন এমন আয়োজন আমরা দীর্ঘ ৫ বছর থেকে করে আসছি। বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের সহ সভাপতি মাও হাফিজুর রহমান বলেন, ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে হয়। এই আয়োজন আমাদের সেই শিক্ষা টুকুই দেয়। আগামীতে তালপত্র ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানের সঞ্চালক এবং তালপত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মারুফ রহমানের সাথে কথা বলে জানা যায়, প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন জায়গায় মেহেদী উৎসবের আয়োজন করেন তাঁরা। এই আয়োজন শিশুদের মানসিক বিকাশ, বাস্তবিক যোগাযোগ বৃদ্ধি ও সমাজের অন্যান্য মানুষের সাথে কাজ করার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। মোবাইল-ইন্টারনেট, কম্পিউটার গেইম এবং মাদকের আগ্রাসনে যেন শিশুরা তাদের পথ হারিয়ে না ফেলে সেজন্য এমন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।

সেরা পাঁচজন মেহেদী ডিজাইনার শিশুর হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। উৎসবের এক ফাঁকে ছোট্ট একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তালপত্র ফাউন্ডেশনের সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ নাজমুল হোসেন আতাউর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।