রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে গণঅধিকার পরিষদ জিওপি রৌমারী উপজেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ মার্চ বিকালের দিকে উপজেলা পরিষদ হল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে আমীর মোঃ হায়দার আলী, এনসিবির আহ্বায়ক সবুজ, গনঅধিকার পরিষদের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব কবির হোসেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ইঞ্জিঃসিরাজুল ইসলাম (সিরাজ) সহ-সভাপতি গনঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর পেশাজীবী অধিকার পরিষদ ও ২৮ কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশী, আকতারুল ইসলাম যুব অধিকার কেন্দ্রীয় কমিটির সদস্যসহ আরও অনেকে।
সভাপতি তার বক্তব্যে বলেন, রৌমারী ও রাজিবপুরের জরুরী চৌকি আদালত প্রয়োজন কারণ রৌমারী রাজিবপুর থেকে একদিন লাগে জেলা আদালতে পৌঁছাইতে। রৌমারীতে চৌকি আদালত প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সময় ও অর্থ অপচয় হবে নাহ। আরও বলেন, কুড়িগ্রাম-৪ আসনের ৩০ ভাগেরও বেশি চরাঞ্চল কিন্তু চরাঞ্চলের মানুষ বিগত বছর থেকে অবহেলিত। পার্বত্য চট্টগ্রামে পার্বত্য উপদেষ্টা বা মন্ত্রী থাকে তাহলে অবশ্যই চরাঞ্চলের জন্য চর বিষয়ক উপদেষ্টা ও মন্ত্রী চাই।
মাসুদ পারভেজ
মোবা-০১৯১৬-৯৫৪৫৭৪