রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রৌমারীতে প্রায় দুই হাজার হতদরিদ্র ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে বস্ত বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৮ মার্চ সকালের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের প্রাক্ত চেয়ারম্যান শেখ আ: করিম এর সুযোগ্য সন্তান শেখ জিল্লুর রহমান আমেরিকা প্রবাসী তার নিজ বাড়ি দক্ষিণ টাপুরচর গ্রামে এই বস্ত বিতরণ করা হয়। এসময় স্থানীয় এলাকাবাসি, গণ্যমান ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
টাপুরচর গ্রামের বাসিন্দা ৬৫ বছরের বৃদ্ধা মালেকা বলেন, এবার ঈদে নতুন পোশাক পরতে পারব বলে খুব ভালো লাগছে। আমাদের মতো দরিদ্র মানুষের জন্য এটি সত্যিই আনন্দের। একইভাবে উপহার পাওয়া রফিকুল ইসলাম বলেন, তিনি আমাদের সব সময় পাশে থাকেন আমি তার জন্য দোয়া করি।
সামসুল দোহা প্রভাষক, সমাজ সেবক ও সাবেক ভাইস চেয়ারম্যান রৌমারী উপজেলা পরিষদ তিনি বলেন, ঈদ উপহার বিতরণের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এলাকার অসহায়দের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বস্ত বিতরণ করা হলো।
শেখ জিল্লর রহমান আমেরিকা প্রবাসী তিনি জানান, অসহায় দরিদ্র পরিবারের পাশে আছি থাকবো। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হক আমি চাই না। তার এই সামান্য সাহায্য তার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটুক। তাই ভবিষ্যতেও তার এলাকাসহ রৌমারীর গরীব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
মাসুদ পারভেজ:
মোবা-০১৯১৬-৯৫৪৫৭৪