মোঃ আল-আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জলঢাকা যুবঅধিকার পরিষদের সভাপতি আজিজুল ইসলাম আজিজ, ও সাধারণ সম্পাদক বাবলু হোসেন। তারা
গরিব ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদের সামগ্রীর বিতরণ করে এবং দুস্থ আয়ের মানুষদের কথা চিন্তা করে এসব ঈদ সামগ্রী দিয়ে আসেন বাড়িতে, বাড়িতে গিয়ে। এবং আব্দুল আজিজ বলেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি সেই ঈদ যদি সবার মাঝে হাসিখুশি না থাকে সেই ঈদ করে কোন লাভ নেই। এবং বাবলু হোসেন বলেন গণধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্রর অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, সহ সকল অঙ্গ সংগঠন যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলছে ইনশাআল্লাহ সামনের দিকে নেতৃত্ব দেবে ভিপি নুরুল হক নূর, এবং তার দল। এসো যুবক দলে দলে,গনঅধিকার পরিষদের ছায়া তলে। এখানে নেই সন্ত্রাস, এখানে নেই চাঁদাবাজ, এখানে নেই টেন্ডারবাজ, এখানে আছে শুধু জনগণের ভালোবাসায় সিক্ত নেতারা। যুব অধিকার পরিষদ জলঢাকা নীলফামারী। উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,ও দপ্তর সম্পাদক সুমন ইসলাম।