ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার পূর্বধলা থানায় হামলা, লুটপাট ও ভাংচুরের অভিযোগ

ডিএসবি নিউজ
মার্চ ২৪, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের একটি ঘটনায় এক নারী দোকানদার ও তার পরিবারের সদস্যদের উপর নির্মম হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে, স্থানীয় এক ব্যবসায়ী, নুর নাহার (৪৫), জানান, ২২ মার্চ ২০২৫, দুপুর ১২:৩০টার দিকে তার দোকান ঘরের সামনে জমি নিয়ে বিরোধে জড়ানো প্রতিবেশীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

নুর নাহার অভিযোগ করেন, তার ও তার স্বামীকে বেধড়ক মারপিটের পাশাপাশি, সন্ত্রাসীরা তাদের দোকানঘরে থাকা প্রায় ৯৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় নুর নাহারের পরিবার ও প্রতিবেশীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগকারীর দাবি, হামলার ঘটনায় মোট ১০ জন অভিযুক্ত, এবং তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে আক্রমণ, লুটপাট, এবং ভাংচুরের অভিযোগ তোলা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী আশা করছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নুর নাহার এবং তার পরিবারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।