মো মনিরুল ইসলাম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এর ইফতার ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।
উপজেলার ইসলামী আন্দোলন ১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ (শনিবার) বিকেলে সোনাহাট মহাবিদ্যালয় মাঠে উপজেলার ইসলামী আন্দোলন ১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন শাখার উদ্যোগে উক্ত ইফতার মাহফিল ও দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাহাট ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান ব্যাপারীর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব চরমোনাই মনোনিত ২৫ কুড়িগ্রাম১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো: হারিসুল বারী রনি, প্রধান বক্তা ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাও: মুফতি ওমর ফারুক ফারুকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুফতি এস এম মনিরুজ্জামান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মাহিদুল ইসলাম মাহমুদী।
উক্ত ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক, আলেম, ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মাহফিল প্রাঙ্গন ছিলো পরিপূর্ণ।
অতঃপর মুসলিম উম্মাহ ও ফিলিস্তিনবাসীর জন্য দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে ইফতারী বিতরণ করা হয়।