ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সাংবাদিক মনজুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ডিএসবি নিউজ
মার্চ ২২, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহের শম্ভুগঞ্জ প্রেসক্লাবের ভিতরে সাংবাদিক মনজুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে গৌরীপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গৌরীপুর উপজেলা সহ ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে সাংবাদিকরা উপস্থিত হন এবং হামলাকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ জানায়। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এই ধরনের ঘটনার মাধ্যমে সাংবাদিক সমাজকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।

হামলার শিকার সাংবাদিক মনজুরুল ইসলাম মানববন্ধনে উপস্থিত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “গৌরীপুরের সকল সাংবাদিক ভাই-বোনেদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও ভালবাসা জানাই। তাদের সহযোগিতায় আমি শক্তি পেয়েছি। আশা করি, সাংবাদিকদের উপর হামলা বন্ধ হবে এবং তারা সুরক্ষিতভাবে কাজ করতে পারবেন।”

এছাড়া, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ মানববন্ধনে গৌরীপুরের বিভিন্ন সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন।

এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।