মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী (ফেইজ-২) প্রকল্পের গণ চেতনার উদ্যোগে, মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউ এন ওমেন এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে শামিমা খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান।
এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা.মিজানুর রহমান , মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান, কর্ম সূচি সমন্বয় কারি ফাতেমা নার্গিস ডাঃ ইলিয়াস, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা সাংবাদিক সহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায়, এলাকা ভিত্তিক জলবায়ু পরিবর্তনের ফলাফল, সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা মোকাবেলায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের করণীয় ও প্রকল্প পরিচিতি বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।