ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে সাংবাদিকের উপরে হামলার ঘটনায় ৩ জন আসামি কারাগারে ।

ডিএসবি নিউজ
মার্চ ২০, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকারিয়া হোসেন

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ জন সাংবাদিকের উপরে হামলার ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

যানা যায়, গতকাল বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্য পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি ফেলে যানজট সৃষ্টি দেখতে পায়। পরে রাস্তা থেকে মাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করতে বলে সাংবাদিকরা। এসময় বেশ কয়েকজন যুবক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ও লাঠিসোটা দিয়ে হামলা ছায়ায়। এই ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল সহ ৭জন সাংবাদিক আহত হয়।

এক‌ই দিন দিবাগত রাতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের নামে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই থানাপুলিশ অভিযান চালিয়ে ১নং আসামি রবিউল, ২নং আসামি আমির হোসেন ও ৩নং আসামি ইমরানকে গ্রেফতার করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, সাংবাদিকদের উপরে হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

রাতে মামলা দায়েরের পর থানার কয়েকটি টিম সারারাত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শীর্ষ ০৩ আসামীকে গ্রেফতার করা হয়। পরে আজ দুপুরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।