মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলা গৌরীপুর বিএনপির পার্টি অফিসে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দুইটায় জাসাস কুমিল্লা উত্তর জেলা ও জাসাস দাউদকান্দি উপজেলা এর যৌথ উদ্যোগে উপজেলার ২৬ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে ঈদ বস্ত্র উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহবায়ক মোঃ কামাল পারভেজ ডালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসীম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, জাসাস দাউদকান্দি উপজেলার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় জাসাস কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব এস এম মিজানুর পাপ্পু।