ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর নতুন জিএম মজিবুল হকের দায়িত্ব গ্রহণ

ডিএসবি নিউজ
মার্চ ১২, ২০২৫ ২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি (কুমিল্লা)

কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুরস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এ নতুন জিএম হিসেবে যোগদান করেছেন মোঃ মজিবুল হক। তিনি বিদায়ী জেনারেল ম্যানেজার নুরুল হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন। জিএম হিসেবে মজিবুল হক তার নতুন কর্মস্থল গৌরীপুরস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এ যোগদানকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। বগুড়া জেলার কৃতী সন্তান জিএম মজিবুল হক কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এ আসার আগে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ একই পদের দায়িত্বে ছিলেন। পল্লী বিদ্যুতায়নে তার চাকরি জীবন শুরু হয় ১৯৯৭ সালে। তিনি পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৪ সালে সেই বিশ্ববিদ্যালয় থেকে মজিবুল হক পদার্থবিদ্যায় অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। পারিবারিক ব্যক্তি জীবনে মোঃ মজিবুল হক দুই কন্যা সন্তানের জনকও। মজিবুল হক চলমান চাকরি জীবনে সততা, নিষ্ঠা, শুদ্ধাচার, পেশাদারিত্ব, দক্ষতা ও জনবান্ধন মানসিকতার সঙ্গে তার দায়িত্ব পালনের কারণে তিনি ৩ বার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবেও নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেছেন। সদ্য যোগদানকৃত জিএম মোঃ মজিবুল হক তার নতুন কর্মস্থল কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ আওতাধীন স্থানীয় রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, ছাত্রসমাজ এবং সমাজের সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষজনের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন এলাকাসমূহ হলো- দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা, বাঞ্ছারামপুর ও গজারিয়া উপজেলা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।