মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি (কুমিল্লা)
১১ মার্চ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আটচল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলার সাবেক ছাত্রদল নেতা ও কুমিল্লা উত্তর জেলা শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনন্দের বলিষ্ঠ নেতৃত্বে গড়ে উঠেছে কুমিল্লা উত্তর জেলার নতুন কমিটি। অত্যন্ত বিচক্ষণতার সাথে এই কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি গঠনে ত্যাগী, পরিচ্ছন্ন ও সজ্জন ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. ইমরান হাছান, যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া, মঈন উদ্দিন খাঁন মনি,
মাজারুল হক (মাছুম) পাঠান, মামুন সরকার, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইব্রাহীম খলিল ভূইয়া, মোঃ জহিরুল ইসলাম হৃদয়, আল-আমিন চৌধুরী, মাসুদ ভূইয়া, মোঃ মিজানুর রহমান, এস এম আবু তালেব, মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মোঃ মোহসিন ভূইয়া ও সদস্য সচিব অহিদুজ্জামান মোল্লা। এছাড়াও কমিটিতে আরও ৩২ জন কার্যকরি সদস্যবৃন্দ রয়েছে।