ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় চাঁদার টাকা নেয়ার সময় দুইজন গ্রেফতার! থানায় মামলা।

ডিএসবি নিউজ
মার্চ ১১, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

পাইকগাছায় চাঁদার টাকা নেয়ার সময় এলাকাবাসী দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে। জানাযায় রবিবার সকালে ব্যবসায়ীর নিকট থেকে উপজেলার গড়ইখালীর গাংরক্ষি বাজারে চাঁদার টাকা নিতে এলে এ ঘটনা ঘটেছে। চাঁদার টাকা নেয়ার সময় আটককৃতরা হলো দাকোপ উপজেলার নলিয়ানের খোকন গাজীর ছেলে জামিরুল গাজী (২৮) ও একই গ্রামের সায়েম খানের ছেলে বাপ্পী খান রানা(২৮)। এলাকাবাসী আরও জানান তারা দুইজনই সুন্দরবনের জলদস্যু। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
থানায় মামলা সুত্রে জানাগেছে, সপ্তাহখানেক আগে গত রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গাংরক্ষি বাজার সংলগ্ন চিংড়ি ঘেরের বাসা থেকে কুমখালীর ব্যবসায়ী সুকুমার মন্ডল’কে আটককৃত জামিরুল ও বাপ্পি ডেকে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে জামিরুল ও বাপ্পি সুকুমারের দোকান থেকে নগদ কিছু টাকা ও মোবাইল নিয়ে চলে যায়।
পরে তারা বাকি টাকা না দিলে পরিনতি ভালো হবে না এমন হুমকি দিয়ে চলে যায়। সর্বশেষ এ চক্রটি আবারও একই স্টাইলে শনিবার গভীর রাতে দু’উপজেলা সিমান্ত হড্ডা মিষ্টি পুকুর সংলগ্ন শিবসা নদীর পাড় থেকে স্থানীয় মৃতঃ চিব্রত বিশ্বাস এর ছেলে মৎস্যজীবী বিশ্বজিৎ বিশ্বাস-কে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে বিশ্বজিৎ জানান, “আমি মুলত সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরে জীবন কাটাই। দুর্বৃত্তরা রাত ৩ টার দিকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাতে থাকে। সকাল হলে আমাকে নিয়ে গাংরক্ষি বাজারের ছলের চা দোকানে আসে। এ সময় তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে সুকুমার মন্ডল ঘটনাস্থলে এসে এদেরকে সনাক্ত করলে এলাকাবাসী দু’জনকে আটক করে পুলিশ’কে জানায়। বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আঃ আহাদ এ দু’জন-কে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। এ ঘটনায় পালাতক দু’ব্যক্তিসহ আটক জামিরুল ও বাপ্পী-র বিরুদ্ধে ব্যবসায়ী সুকুমার মন্ডল বাদী হয়ে থানায় চাঁদাবাজির মামলা করেছেন। ওসি মোঃ সবজেল হোসেন জানান, এ ঘটনায় আরও কারা-কারা জড়িত আছে সে জন্য ধৃতদের জিগাজ্ঞাসাবাদ চলচ্ছে। তিনি আরোও জানান, দাকোপ থানায় বাপ্পী-র বিরুদ্ধে ৩টি চুরি ও ১টি মাদকের মামলা আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।