নিঃসঙ্গতার সীমানায় যখন
তোমার ছোঁয়া পেলাম হঠাৎ,
স্বপ্নেরা এলো রঙিন হয়ে
ভালোলাগার মিষ্টি আভায়।
তোমার সাথে প্রথম দেখা,
চোখে লেগেছিল জোছনার ছোঁয়া,
মনের গভীরে লিখে রাখলাম
ভালোবাসার অনন্ত কবিতা।
তোমার সাথে হারিয়ে যাবো
সময়ের স্রোতে কথা বুনে,
দুঃখের যত গোপন যন্ত্রণা
ভুলে থাকব দু’জনে মিলে।
ভালোলাগার নীল আকাশে
তোমার নামেই সাজাব মন,
একটি চাঁদ থাকবে মাঝখানে
তোমার-আমার প্রেমের স্বপন।