তোমার সাথে
এড. রাসেল রাফি
নিঃসঙ্গতার সীমানায় যখন
তোমার ছোঁয়া পেলাম হঠাৎ,
স্বপ্নেরা এলো রঙিন হয়ে
ভালোলাগার মিষ্টি আভায়।
তোমার সাথে প্রথম দেখা,
চোখে লেগেছিল জোছনার ছোঁয়া,
মনের গভীরে লিখে রাখলাম
ভালোবাসার অনন্ত কবিতা।
তোমার সাথে হারিয়ে যাবো
সময়ের স্রোতে কথা বুনে,
দুঃখের যত গোপন যন্ত্রণা
ভুলে থাকব দু’জনে মিলে।
ভালোলাগার নীল আকাশে
তোমার নামেই সাজাব মন,
একটি চাঁদ থাকবে মাঝখানে
তোমার-আমার প্রেমের স্বপন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।