অনলাইন নিউজ ডেক্সঃ- টাঙ্গাইল ভুয়াপুর থানাধীন এলাকায় মিলন ও মামুন অর রশিদ নামে দুইজনকে ৫শ পিচ ইয়াবাসহ আটক করেছে টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশ,নির্ভরযোগ্যসুত্রে জানা যায় যে টাঙ্গাইল জেলা ভুয়াপুর থানাধীন ভুয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই নুরুজ্জামান , টাঙ্গাইল ডিবি ( দক্ষিণ )পুলিশ গোপন সংবাদে জানতে পারেন যে ভুয়াপুর থানাধীন শিয়ালকোটে (পাকা রোড সংলগ্ন ) অবৈধ মাদক ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছেন কয়েকজন মাদকব্যাবসায়ী,এসময় তিনি অফিসার ইনচার্জ টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) এর অনুমতিক্রমে ঘটনাস্থলে যান এবং উক্ত ঘটনাস্থলে অন্যন্য সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্হলের সাক্ষীদের সম্মুখে মোহাম্মদ মিলন মন্ডল এর বাম হাতে থাকা নীল রঙের পলিথিনে মোড়ানো ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ মামুন অর রশিদ এর ডান হাতে থাকা নীল রঙের পলিথিনে মোড়ানো ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট , দুইজনের কাছ থেকে মোট ৫০০ পিচ বা পঞ্চাশ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা ।এ সময় জানা যায় আসামী মোঃ মিলন মন্ডল , পিতা-মোঃ লিটন মন্ডল , গ্রাম-তালতলা , থানা-কালিহাতি ও অপর আসামী মোঃ মামুন অর রশিদ , পিতা-মোঃ আক্তার হোসেন , গ্রাম-লাওয়াগ্রাম , থানা-ঘাটাইল , সর্বজেলা টাঙ্গাইল তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার ব্যবসা করিয়া আসিতেছিল বলে স্বীকারোক্তি প্রদান করে, ডিবি পুলিশ উক্ত আসামীদ্বকে ধৃত করে ভুয়াপুর থানায় একটি সাধারণ ডাইরির আবেদন করেন যাহার ডায়রী নং ৩১০ তারিখ ২৮-০৩-২০২৩ ইং,এবং আসামীদেরকে ভুয়াপুর থানায় সোপর্দ করেন,
টাঙ্গাইলে ৫শ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ
