কলারোয়া প্রতিনিধিঃ-সাতক্ষীরার কলারোয়া থানায় অফিসার ইনচার্জ হিসাবে সদ্য যোগদান করেছেন ওসি মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান ২৭ শে মার্চ রোজ সোমবার পূর্বাহ্ণে তিনি কলারোয়া থানার অফিসার ইনচার্জ হিসাবে ওসি নাসির উদ্দিন মৃধার নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন। এসময় সদ্য বিদায়ী ওসি নাসির উদ্দিন মৃধা নবাগত ওসি মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান, কলারোয়া থানার ফোর্সের পক্ষ থেকে কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত বাবুল আক্তার নবাগত ওসি মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবাগত ওসি থানার সকল অফিসার ও ফোর্স দের সাথে কুশল বিনিময় করেন। নবাগত ওসি মোস্তাফিজুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, মান্যবর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্যারের নির্দেশনা মোতাবেক আমার প্রথম কাজ হবে কলারোয়া উপজেলা থেকে মাদক ব্যবসায়ীদের উৎখাত করা। তিনি বলেন আগে মাদক নির্মুল করবো তারপরে চোরাকারবারি সহ অন্যান্য অপরাধ দমন করবো ইনশাল্লাহ। তিনি কলারোয়া উপজেলার সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।
সাতক্ষীরার কলারোয়া থানায় সদ্য যোগদান করেছেন ওসি মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান
