সাতক্ষীরায় মাদকসহ আজিজুল ইসলাম পলতা ৫০ পিচ ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধিঃ-সাতক্ষীরার সীমান্ত এলাকার মাদকের গডফাদার আজিজুল ইসলাম পলতা’কে ৫০ পিচ ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। রবিবার (২৬ মার্চ) দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সীমান্তের গাংনিয়া বারুই বাজার এলাকায় মাদক বিক্রির সময় তাকে আটক করাহয়।আটক আজিজুল ইসলাম পলতা সদরের বাদামতলা গাংনিয়া এলাকার রশিদ কারিগরের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে সীমান্তের গাংনিয়া এলাকায় থানার এএসআই সাইমন ঢালি, এএসআই আনিচুর রহমান ও এএসআই মামুন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি আজিজুল ইসলাম পলতা’কে ৫০ পিচ ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করাহয়।পলতার নামে একাধিক মাদকের মামলা রয়েছে। সে বহুদিন যাবত সীমান্ত এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকে চোরাকারবার চালিয়ে আসছিল। তাকে নিয়মিত মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *