রুবেল আহমেদ সাতক্ষীরা ঃ- সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড় হতে আখড়াখোলা অভিমুখে প্রায় ৮ কিলোমিটার পিচঢালা রাস্তাটির বেশ কিছু দূর পর পর রাস্তার মাঝখানে খুটি পুতে রাখা। যা এ রাস্তায় দুর্ঘটনার একটি অন্যতম কারন। এ সমস্ত এলাকায় অগ্নি দুর্ঘটনা ঘটলে রাস্তার মাঝখানের খুটির জন্য ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো অসম্ভব। তাছাড়া বালি ব্যবসায়ীদের দখলেই থাকে বেশিরভাগ রাস্তা। রাস্তার পাশে বালির স্তুপ করে রাখার ফলে, রাস্তার মাঝ পর্যন্ত এ বালি ধেয়ে আশে। যা যানবাহন দুর্ঘটনার অন্যতম কারন। সব মিলিয়ে দীর্ঘদিন পরে সংস্কার হওয়া স্বপ্নের রাস্তাটি এখন মরনফাদ।
সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড় হতে আখড়াখোলা বাজার অভিমুখি রাস্তাটি সম্পূর্ণ মরন ফাদে পরিনত হয়েছে।
