ফিংড়ি প্রতিনিধিঃ- সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ৫ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে,২৩ শে মার্চ রোজ বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে, ৫ নং ওয়ার্ডে সভাপতি হিসাবে মোঃ আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদ নির্বাচিত, এছাড়া ৯ নম্বর ওয়ার্ডে প্রশান্ত কুমার ঘোষকে সভাপতি ও মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। উক্ত ওয়ার্ড আঃলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সদর উপজেলা আঃলীগের সাবেক সভাপতি ও জেলা আঃলীগের অন্যতম সদস্য এস, এম শওকত হোসেন, ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান, ইউপি সদস্য খান আব্দুল হামিদ,দীপঙ্কর কুমার ঘোষ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
ফিংড়ী ইউনিয়নে ওয়ার্ড আ’লীগের কমিটি গঠন।
