সাতক্ষীরার বল্লীতে ৫ টাকার ভ্যানভাড়াকে কেন্দ্র করে ভ্যানচালকের ঘুষিতে একজনের মৃত্যু!


ন রিপোটার ঃ- সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ানের মোচড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে চিহ্নিত মাদকসেবী ভ্যানচালক মিন্টুর( ৩৬)ঘুষির আঘাতে মৃত্যুবরন করেছে একই এলাকার মৃত জোহর আলীর ছেলে মোমরেজুল ইসলাম( ৫২) সরেজমিনে তথ্য সংগ্রহে গেলে জানা যায় যে, গতকাল রাতে আখড়াখোলাবাজার থেকে মিন্টুর ভ্যানে বাড়ী ফেরার পথে বাবুলডাঙ্গা এগারআনী মোড়ে পৌছে মিন্টু মোমরেজুলের কাছে ১০ টাকা ভ্যানভাড়ার দাবী করে, তখন মোমরেজুল তাকে বলে ৫ টাকার ভাড়া কেন তোমাকে ১০ টাকা দিতে হবে এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি একপর্যায়ে কোনকিছু বুঝে উঠার আগেই মিন্টু মোমরেজ কে উপুর্যপুরি কিল ঘুষি মারে তখন মিন্টুর ঘুষির আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে, এসময় স্হানীয়রা মোমরেজুল কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিতসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসকেরা তার শারীরিক অবস্হার অবনতি দেখে উন্নত চিকিতসার জন্য খুলনা মেডিকেলে রেফার করেন সেখানে চিকিতসাধীন অবস্হায় রাত আনুমানিক ১ টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে, এবিষয়ে ঘটনাস্হলে থাকা বাবুলডাঙ্গা গ্রামের জিয়াউল ইসলাম জানায়,মোমরেজুল এবং মিন্টু কথাকাটাকাটি করছিল হঠাত কোনকিছু বুঝে উঠার আগেই মিন্টু ঘুষি মেরে মোমরেজকে মাটিতে ফেলে দেয়,,তখন তারা ঘটনাটি মোমরেজুলের বাড়ীতে জানালে বাড়ীর লোকজন সহ তারা মোমরেজুলকে উদ্ধার করে চিকিতসার জন্য তাকে সদর হাসপাতালে নিয়ে যায়, এলাকাবাসীরা জানায় মিন্টু একজন চিহ্নিত মাদকসেবী সে ইতিপুর্বেও অনেকের সাথে এভাবে বাকবিতন্ডায় জড়িয়েছিল। সে কথায় কথায় যেকোন মানুষের উপর হামলে পড়ে। এবিষয়ে নিহতের পরিবারের সাথে কথা বলতে গেলে তারা কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং খুনি মিন্টুর ফাসির দাবি জানান। এলাকাবাসীরা আর ও জানান মিন্টু ঐ রাতেই এলাকা ছেড়ে পলাতক রয়েছে, তাছাড়া ঘটনাস্হলে সদর থানা পুলিশ ইতিমধ্যে পরিদর্শন করেছে, মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *