ডেস্ক রির্পোটঃ সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড🎖️ব্যাজ পরিয়ে দিচ্ছেন “মহামান্য রাষ্ট্রপতি এবং চিফ স্কাউট জনাব আব্দুল হামিদ”(সারা বাংলাদেশ থেকে ২০২০ সালে প্রেসিডেন্ট স্কাউট প্রাপ্ত ৬২৬ জন স্কাউটদের ভিতর থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ২৪ জন স্কাউটারকে নিজ হাতে ব্যাজ পরিয়ে দিতে সম্মতি জ্ঞাপন করেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশ স্কাউটের চিফ স্কাউট জনাব আব্দুল হামিদ।সে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট স্কুল থেকে পড়াশোনা করে এই কৃতিত্ব অর্জন করেন।ডি,এম,আলিমুজ্জামান আকাশ।পিতাঃডি,এম,কামরুজ্জামান মন্টু। মাতাঃ আসমী লতা।গ্রামঃ আখড়াখোলার,সাতক্ষীরা সদর,সে ৫ম, ৮ম, এস এস,সি তে স্কলারশিপ পেয়ে কলারোয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে পড়া শুনা করছে। বড় হয়ে সে ডাঃ হতে চায়।
সাতক্ষীরা জেলার কৃতি সন্তান প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন
