দিনাজপুর ক্রিয়েটিভ জোনের উদ্যোগে পুরস্কারবিতরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেক্স রিপোট ঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের ছাত্রছাত্রীরা। সোনার বাংলা গড়ে তুলতে বাংলাদেশের প্রতিটি এলাকায় সোনার ছেলে গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই লক্ষ্যকে সামনে রেখেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলেছে। তোমরাই স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদেরকেই গড়তে হবে বাংলাদেশ।১০ মার্চ (শুক্রবার) বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর ক্রিয়েটিভ জোন-এর আয়োজনে ‘ওয়ান ডে ফর মেমোরেবল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজব এসব কথা বলেন।দিনাজপুর ক্রিয়েটিভ জোনের মুবাস্সির বাঁধন-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংলিশ স্পোকেন সোসাইটির চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন লুনা, ইংলিশ স্পোকেন ইনিসটেক্টর মো. মাসুদ রানা, টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক সমাজকর্মী মুকিদ হায়দার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিব আহমেদ তুরাগ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিটস্ ব্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *