প্রয়াত বীরমুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়নার সপ্তম মৃত্যবার্ষিকীতে জেলা কৃষকলীগের শ্রদ্ধা নিবেদন


সাতক্ষীরা প্রতিনিধি ঃ- প্রয়াত আঃলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আবু নাসিম ময়নার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, সাতক্ষীরা নাগরিক কমিটি, সাতক্ষীরা জেলা কৃষকলীগ, শ্রমিকলীগ, অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠন ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রবি, সহ-সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ ও সেলিম রেজা মুকুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, অর্ৎ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শাহাজান কবির, স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ডা: বদরুদ্দোজা শাহিন, ধর্ম সম্পাদক মাষ্টার আব্দুল খালেক, নির্বাহী সদস্য নাজমুন নাহার, আসাদুজ্জামান লাবলু, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সিদ্দিকুর রহমান,
আব্দুল হামিদ প্রমুখ।
এদিকে সাতক্ষীরা জেলা পরিষদ চেযারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমন শামস, শিল্প বানিজ্য সম্পাদক স্বপন, সদর উপজেলা সভাপতি আব্দুর রশিদ, পৌর যুগ্ন- সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান, ওয়ার্ড আওযামী লীগের মিল্টন প্রমুখ।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্নআহবায়ক অধ্যক্ষ আশেক ই এলাহী,যুগ্নসদস্য সচিব আলী নুর খান বাবুল, শেখ রবিউল ইসলাম, মহব্বত আলী, কেযাম উদ্দীন গাজি, আবু রায়হান প্রমুখ।
এচাড়াও মরহুমের পারিবারিকভাবে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরায় আজীবন রাজপথের লড়াকু সৈনিক, পাকিস্তানী স্বৈরশাসক বিরোধী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়নার সপ্তম মৃত্যবার্ষিকী আজ ৯ মার্চ। ২০১৬ সালের ৯ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শেখ আবু নাসিম ময়না তৎকালীন সাতক্ষীরা মহাকুমা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।পাকিস্তানী স্বৈরশাসক বিরোধী ছাত্র গণআন্দোলন ও উনসত্তরের গণঅভ্যুত্থানে তিনি সাতক্ষীরা মহাকুমা এলাকায় নেতৃত্ব দেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রাখেন। তিনি তালার বাথুয়ারডাঙ্গা এলাকায় মুক্তিযুদ্ধ করেন। পরবর্তীতে তিনি তৎকালীন মহাকুমা ও পরবর্তীতে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ ৭৫ পরবর্তী তিনি সাতক্ষীরা শহরের প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন। এছাড়াও তিনি জেলা নাগরিক কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *