সাতক্ষীরা প্রতিনিধি ঃ জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয়ের সার্বিক নির্দেশনায় সদর উপজেলার হাবাসপুর গ্রামে ভেজাল দুধ বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে হাবাসপুর গ্রামের দুধ ব্যবসায়ী কমল কুমার ঘোষ পিতা: অশক কুমার ঘোষ এর দুধ প্রক্রিয়াকরণ স্থানে অভিযান পরিচালনা কালে তরল দুধ থেকে ক্রিম উঠানোর কাজ চলমান অবস্থায় আনুমানিক ৪০০ কেজি দুধ , কৃত্রিম ভাবে দুধের ক্রিম বানানোর কাজে ব্যবহার প্রায় ১২ লিটার তেল ও এই কাজে ব্যবহার ব্লেন্ডার মেশিন, রং, পৃথককৃত ক্রিম ইত্যাদি জব্দ করে।পরবর্তীতে তিনি স্বীকার করেন তিনি দীর্ঘদিন এভাবে দুধে থেকে ক্রিম উঠিয়ে ঘি বানান এবং ফ্যাট বিহীন তরল দুধ হিসেবে খাওয়ার অনুপযোগি দুধে পুনরায় পাম তেল দিয়ে ব্লেন্ডার মেশিনের সাহায্যে বানানো ক্রিম মিশিয়ে তরল দুধ হিসেবে বিক্রি করে আসছেন। তিনি আরো বলেন এলাকার অনেক ব্যবসায়ী এই ধরনের কাজে জড়িত। পরবর্তীতে ঐ ব্যবসায়ীকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইনে ২৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং আলামত জব্দ করা হয়। উল্লেখ্য একই ব্যক্তির বাসায় প্রায় ছয় মাস আগেও অভিযান চালিয়ে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি পুনরায় অপরাধ সংঘটিত করেছেন।কতৃপক্ষ জানানজনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে
সাতক্ষীরায় ভোক্তা সংরক্ষন অধিপ্তরের ভেজালবিরোধি অভিযানে ভেজাল দুধ ঘি তৈরির অপরাধে ব্যাবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
