পাটকেলঘাটা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আঃ হাই সম্পাদক — শওকত হোসেন

তালা প্রতিনিধি ঃ-সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য কমিটি ঘোষনা করেছেন উপদেষ্টা কমিটি। ৮ ই মার্চ রোজ বুধবার দুপুর ২ টার সময় পাটকেলঘাটা সরুলিয়া ইউপি ভবনের হলরুমে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।আগামী ২ বছরের জন্য পুনরায় দৈনিক পূর্বাঞ্চল ও সংবাদের প্রতিনিধি সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আঃ হাই কে সভাপতি,দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার শেখ জাকির হোসেন কে সিনিয়র সহসভাপতি,দিনকাল ও অর্ণিবাণেের কামরুজ্জামান মোড়ল,কালান্তরের বাবলা সরদার কে সহ সভাপতি করা হয়েছে।এ ছাড়া দৈনিক বণিক বার্তা ও অর্নিবাণের শেখ শওকত হোসেন কে সাধারণ সম্পাদক,বিজনেস বাংলাদেশের জামাল উদ্দীন কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।এ ছাড়া দৈনিক চলনবিলের আলো পত্রিকার বাবলু বিশ্বাস কে সাংগঠনিক সম্পাদক,আলোচিত কন্ঠের খলিলুর রহমান কে সহ-সাংগঠনিক করা হয়েছে।অর্থ সম্পাদক পদে গ্রামের কাগজের শেখ আশরাফ আলি,দপ্তর সম্পাদক পদে দৈনিক দেশ সংযোগ ও নির্ভিক সংবাদের শেখ কামরুজ্জামান রিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আজকালের খবর পত্রিকার শেখ শামিজুল ইসলাম,ক্রীড়া সম্পাদক পদে গড়বো বাংলাদেশ পত্রিকার নাজমুল হুসাইন মাহী,সমাজ কল্যাণ সম্পাদক পদে একুশের সংবাদ পত্রিকার শেখ সানজিদুল হক ইমন,তথ্য ও গবেষণা সম্পাদক পদে দৈনিক সোনার বাংলাদেশের জুয়েল হাসান,সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দিন প্রতিদিন পত্রিকার মোখলেছুর রহমান সহ ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়েছে।সদস্যরা হলেন,মুক্ত খবরের ইব্রাহীম মোড়ল,যুগের বার্তার হেলাল উদ্দীন, সোনার বাংলাদেশ পত্রিকার শেখ আল-আমিন সরদার,খোলা চোঁখের আবু সাঈদ,আলী রেজা দৈনিক সুন্দরবন, গোবিন্দ কুমার রায় আজকের সাতক্ষীরা,সংযোগ প্রতিদিনের মোঃ ওসমান গণি,সাতক্ষীরার সংবাদ এর শেখ আল-আমিন,দৈনিক সকালের বার্তার বিপ্লব কুমার আইচ,শেখ আল-আমিন বি,বি সি -৭১, ডেল্টা টাইমস এর ইলিয়াজ হোসেন,দৈনিক কাফেলার হাবিবুর রহমান হাবিব,দৈনিক আজকের সাতক্ষীরার ইয়াছিন আলী।সর্বিক বিষয়ে উপদেষ্টা মন্ডলীর অন্যতম শেখ মোমিন উদ্দীন পাটকেলঘাটা প্রেসক্লাবের এ কমিটি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *