শ্রমিকের মৃত্যুর খবর শুনে হৃদরোগে মারা গেলেন গৃহকর্তা

অনলাইন নিউজ ডেক্সরিপোটঃ- সাতক্ষীরায় গাছ থেকে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যুর খবর শোনার কিছুক্ষনের মধ্যেই মারা গেলেন গৃহকর্তা। শনিবার(৪ মার্চ) দুপুর ৩টার দিকে শ্যামনগর সদরের মাহমুদপুর ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। মৃত গৃহকর্তার নাম অশোক চক্রবর্তী(৮০)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।উল্লেখ্য যে, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে মাহমুদপুর ইউনিয়নে গাছ থেকে পড়ে মারা যান জামির হোসেন ধনা(৫২)। এই খবর শোনার কয়েক ঘন্টা বাদেই গৃহকর্তা অশোক চক্রবর্তী মারা যান। নিহত জামির হোসেন ধনা গাছ কেনাবেচার কাজ করতেন। তার পিতা জহির উদ্দিন গাজীও ১৩ বছর আগে ওই এলাকায় একইভাবে মৃত্যুবরন করেন। ঘটনাটি ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একটি অপমৃত্যু মামলাও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *