অনলাইন ডেক্সরিপোটঃ-বরিশালের কীর্তনখোলা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। ৩রা মার্চ শুক্রবার সকাল ৭টার সময় নগরীর চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন নদীতে লাশটি ভাসতে দেখে পার্শ্ববর্তী দোকানীরা নৌ থানায় খবর দেয়! খবর পেয়ে বরিশাল সদর -থানা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।পুলিশ জানায়, স্থানীয় ব্যবসায়ীরা ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে মরদেহের শরীরে বিশেষ করে মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো কোনো বস্তুর আঘাত লক্ষ্য করা গেছে এবং এর পরনে কোনো পোশাক ছিল না। তবে তাৎক্ষণিকভাবে যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
বরিশালের কীর্তনখোলা নদী থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
