গ্রীসে ট্রেন দুর্ঘটনা ‘দুঃখজনক মানবিক ত্রুটি’ দায়ী : প্রধানমন্ত্রী


অনলাইন ডেক্সরিপোটঃ- গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বুধবার বলেছেন, দেশটিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য সম্ভবত ‘দু:খজনক মানবিক ত্রুটি’ দায়ী। দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। খবর এএফপি’র।
গ্রীসের মধ্যাঞ্চলীয় লারিসা শহরের কাছে মঙ্গলবার গভীর রাতে একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে দ’ুটি বগি দুমড়ে মুচড়ে যায়। তৃতীয় একটি বগিতে আগুন ধরে যায়।
দমকল বিভাগ আরো জানায়, এ ঘটনায় এখনো ৫৭ জন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে ছয়জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে মিৎসোটাকিস বলেন, ‘সবকিছু দেখে মনে হচ্ছে, দুর্ঘটনাটি মূলত একটি দু:খজনক মানবিক ত্রুটির কারণে হয়েছে।’
তিনি এটিকে গ্রীসের ইতিহাসে একটি নজিরবিহীন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে অভিহিত করেন যা ‘সম্পূর্ণভাবে’ তদন্ত করা হবে।
এদিকে ধ্বংসাবশেষ থেকে উঠে আসা এক উদ্ধার কর্মী বলেন, ‘আমি আমার জীবনে এ রকম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দেখিনি। এটা খুবই দু:খজনক ঘটনা। ট্রেন দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পরও আমরা বিভিন্ন জনের লাশ খুঁজে পেয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *