অনলাইন নিউজ ডেক্সরিপোটঃ- সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৮পিছ স্বর্ণের বার আটক করেছে বিজিবি সদস্যরা, ১ লা মার্চ রোজ বুধবার দুপুরে কলারোয়া সীমান্তে দক্ষিণ সোনাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মাদরা বিওপি’র দায়িত্বর সদস্যরা এই স্বর্ণ আটক করে। তবে অভিযানের খবর পেয়ে বহনকারি চোরাচালানি পালিয়ে যায়।রাত সাড়ে আটটায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকৃত স্বর্নের ওজন ১কেজি ৮ গ্রাম যার বাজারমূল্য ৮০ লক্ষ ৬৪ হাজার টাকা।এব্যাপারে কলারোয়া থানায় মামলা হয়েছে। আটককৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারীতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৮পিছ স্বর্ণের বার আটক করেছে বিজিবি
